পীরজাদা মাসুদ হোসাইন, স্টাফ রিপোর্টার :
৬ই জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের পাইলট বালিকা বিদ্যালয় মাঠে পৌর আওয়ামীলীগের সম্মেলন হয়।১৫ বছর পর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও ৩শত দিনেও আলোর মুখ দেখেনি পূর্নাঙ্গ কমিটি।
সম্মেলনে সভাপতি পদে দুজন প্রার্থী হলেও প্রস্তাবক ও সমর্থক না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ বিনাভোটে নির্বাচিত হন। ২৩৬ ভোটারের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবু সাঈদ জুটন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ সভাপতি এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটে সম্পাদক নির্বাচিত হন আবু সাঈদ জুটন। আইনুল কবির মনির ও জাকির হোসেন নোমানকে সহসভাপতি এবং কাউন্সিলর শিশির পাঠানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা দেওয়া হয়। এ সময় ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা থাকলেও গত ৯ মাসেও করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আ.লীগ নেতা জানান, একটি দলের নাভি হলো পৌরসভা কমিটি। শহর থেকেই বিরোধী দলের সঙ্গে মোকাবেলা করতে হয় এবং সভা সমাবেশ করা হয়ে থাকে। কিন্তু পৌর সম্মেলনের পর থেকে নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে। কোন কার্যক্রম নেই। সভাপতি ও সম্পাদক দুজন দুই মেরু হয়ে গেছে। তারা পৃথক-পৃথক তাদের কার্যালয়ে সভা-সমাবেশ করছেন।
পূর্নাঙ্গ কমিটির বিষয়ে পৌর আওয়ামীলীগ সভাপতি কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ জানান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বিষয়টি দেখভাল করছেন। উপজেলা আওয়ামীলীগ এর সাবেক কমিটির নেতৃবৃন্দের মতপ্রার্থক্যের কারনে পৌর আওয়ামীলীগ এর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের পরেই পৌর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হতে পারে।
উল্লেখ্য ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন জেলা কমিটি নেতারা। ২০০৬ সালের ২৬ এপ্রিল সম্মেলনের মাধ্যমে মরহুম কামাল উদ্দিন ভূঁইয়াকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল। সেই কমিটির মেয়াদ শেষে ২০১২ সালের ১২ নভেম্বর কাজী জামশেদ কবির বাকি বিল্লাহকে আহ্বায়ক ও আইনুল কবির মনিরকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়।