পীরজাদা মাসুদ হোসাইন, স্টাফ রিপোর্টার :
রোববার (৩০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা যুবলীগের ব্যানারে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সহ-সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী রিগ্যান,কার্যনির্বাহী কমিটির সদস্য
ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল,এড. শওকত হায়াত, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল মিশু,আশফাক চৌধুরী,এবিএম শেখ ফরিদ জিবন,জহিরুল আমিন জহির, প্রমুখ। এসময় লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিটের যুবলীগ নেতারা বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভার পূর্বে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সভাপতি প্রার্থী বায়েজীদ ভূঁইয়ার ব্যাপক শোডাউনে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মাহামুদুন্নবী চৌধুরী সোহেল, রাকিব হোসেন লোটাস এবং রায়পুরের কৃতি সন্তান মামুন হোসেনের নেতা – কর্মী বেষ্টিত মোটর শোভাযাত্রা যুবলীগের প্রোগ্রামকে আনন্দ পরিবেশ তৈরি করেছে।
এর আগে, কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ নেতাদের বরণ করতে,বিভিন্ন পয়েন্টে লক্ষ্মীপুর জেলা যুবলীগের পদপ্রার্থী নেতারা কর্মীদের নিয়ে ফুলেল শুভেচছা জানান তাদের