ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান লক্ষ্মীপুর জেলা প্রশাসনের 

  লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিহত বাস চালক রুবেল হোসেনের বাবা সাহাবুদ্দিন ও রংমিস্ত্রি আবুল কালামের বাবা জাকির হোসেনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

এসময় উপস্থিত ছিলেন. স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান, সম্রাট খীসা, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

এসময় জেলা প্রশাসক বলেন, বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও কয়েকজন আহত হয়। আহতদের চিকিৎসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

গত ১১ ডিসেম্বর বুধবার ভোররাত পৌনে চারটার দিকে আল মদিনা পরিবহন নামে একটি বাস গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এসময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোয়া আছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি করে। এসময় পাম্পের পাশে থাকা রং মিস্ত্রি আবুল কালাম ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহতদের উদ্ধার করে নোয়াখালী নেয়ার পথে মারা যায় বাস চালক রুবেল হোসেন। এসময় আবুল হোসেন, নাইম উদ্দিন ও হোসেন আহমেদ নামে আরো তিনজন গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান লক্ষ্মীপুর জেলা প্রশাসনের 

আপডেট : ০৩:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

  লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিহত বাস চালক রুবেল হোসেনের বাবা সাহাবুদ্দিন ও রংমিস্ত্রি আবুল কালামের বাবা জাকির হোসেনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

এসময় উপস্থিত ছিলেন. স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান, সম্রাট খীসা, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

এসময় জেলা প্রশাসক বলেন, বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও কয়েকজন আহত হয়। আহতদের চিকিৎসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

গত ১১ ডিসেম্বর বুধবার ভোররাত পৌনে চারটার দিকে আল মদিনা পরিবহন নামে একটি বাস গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এসময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোয়া আছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি করে। এসময় পাম্পের পাশে থাকা রং মিস্ত্রি আবুল কালাম ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহতদের উদ্ধার করে নোয়াখালী নেয়ার পথে মারা যায় বাস চালক রুবেল হোসেন। এসময় আবুল হোসেন, নাইম উদ্দিন ও হোসেন আহমেদ নামে আরো তিনজন গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।