বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল লক্ষ্মীপুর পৌরসভার ০৮নং ওয়ার্ডের পাঁচ (০৫) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জুলেখা বেগমকে সভাপতি, রাবেয়া বেগমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ৩.০০ ঘটিকায় সাবেক এমপি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসভবনে লক্ষ্মীপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর মহিলা দলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লুলু আক্তারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাবেয়া আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবি ফাতেমা সুমি ভূঁইয়া।
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আয়েশা আক্তার সুইটি, সাংগঠনিক সম্পাদক শিমু আক্তার ও প্রচার সম্পাদক সালমা আক্তার।
আজ রোববার (২৪ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সাথে নবনির্বাচিত মহিলা নেত্রীরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা বার বার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের তাগিদ দিতেছি। গণতান্ত্রিক দেশের গনতান্ত্রিক কাঠামো ধরে রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই।আওয়ামী সরকার দেশের সকল অবকাঠামো গুলোকে ধ্বংস করে দিয়েছে। দেশ পুনর্গঠনে মহিলা দলের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহবান জানান। এই সময় আগামী নির্বাচনে অতীতের মত পৌরসভার ০৮ নং জাতীয়তাবাদী মহিলা দল বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।