ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা

 নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর তত্ত্বাবধানে লক্ষ্মীপুর সদরের চকবাজার এলাকায় জেলা বিশেষ টাস্কফোর্স এর অভিযান পরিচালিত হয়।

এ সময় আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, মসলা ও ডিমের আড়ত, সবজি বাজার, মাছ বাজার, ব্রয়লার এবং গরুর মাংসের দোকানসমূহ পরিদর্শন করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির ক্ষেত্রে যথাযথ আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে পাইকারি ও খুচরা বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিদিনের বাজার মূল্য অনুযায়ী স্বল্প মুনাফায় বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধান লঙ্ঘনের অভিযোগ ঘটনাস্থলে উদঘাটনের পরিপ্রেক্ষিতে আমলে গ্রহণ করে ০৪ (চার) টি পৃথক মামলায় ০৪ (চার) জন ব্যক্তিকে মোট ৩৯,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।

  এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল, কৃষি  বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, লক্ষ্মীপুর সদর মডেল থানার ফোর্স।

 লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জনস্বার্থে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার অনুরোধ জানান তিনি। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধিতে কারসাজিদের  বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা

আপডেট : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

 নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর তত্ত্বাবধানে লক্ষ্মীপুর সদরের চকবাজার এলাকায় জেলা বিশেষ টাস্কফোর্স এর অভিযান পরিচালিত হয়।

এ সময় আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, মসলা ও ডিমের আড়ত, সবজি বাজার, মাছ বাজার, ব্রয়লার এবং গরুর মাংসের দোকানসমূহ পরিদর্শন করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির ক্ষেত্রে যথাযথ আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে পাইকারি ও খুচরা বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রতিদিনের বাজার মূল্য অনুযায়ী স্বল্প মুনাফায় বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিধান লঙ্ঘনের অভিযোগ ঘটনাস্থলে উদঘাটনের পরিপ্রেক্ষিতে আমলে গ্রহণ করে ০৪ (চার) টি পৃথক মামলায় ০৪ (চার) জন ব্যক্তিকে মোট ৩৯,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।

  এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল, কৃষি  বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, লক্ষ্মীপুর সদর মডেল থানার ফোর্স।

 লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জনস্বার্থে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার অনুরোধ জানান তিনি। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধিতে কারসাজিদের  বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।