মঙ্গলবার (৮ ই অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ক্লাবটির শুভ উদ্বোধন হয়। আদর্শ সামাদের সাবেক শিক্ষার্থী আরিমান রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ ও সহকারী শিক্ষক রাকিব হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সামাদিয়ান এক্স স্টুডেন্ট ফোরামের মোঃ আমিনুল ইসলাম রাজু, সাইফুর রহমান সজিব, মীর ফয়সাল, আবুল বারাকাত সৌরভ, বক্সার নিলয়, আশিক, মিমুন, তুষার, সুজন, শামীম, টিপু, সাদমামসহ আদর্শ সামাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
“স্পোর্টস ক্লাব অব আদর্শ সামাদ” এর দায়িত্বশীলরা বলেন, আমাদের মূল লক্ষ্য আদর্শ সামাদিয়ান ছোট ভাইরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নিজেদের যাতে দক্ষ করে তুলতে পারে এজন্য তাদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেয়া হবে। জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য সকল ধরনের সহযোগিতা করা হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তা বাস্তবায়ন করা হবে।