ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

রাখালিয়াকে পরিবর্তনের লক্ষ্যে ছাত্র-জনতা তরুণ সমাজের সমাবেশ

মোঃওয়াহিদুর রহমান মুরাদ
আগস্ট ১৮, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

  লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজারকে ভিন্ন আঙ্গিকে সাজিয়ে দিতে উদ্যোগ নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করেছে সোনাপুর এক ঝাঁক ছাত্র- জনতা তরুণ সমাজের উদ্যোগে ।

আজ ১৮ই আগস্ট রবিবার মসজিদ মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়।

সমাবেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্র- জনতা তরুণ সমাজের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা তানজিল পাটোয়ারী।

রাখালিয়া “ছাত্র-তরুণ সমাজ” সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষে উপস্থিত ছিলেন সাইমুম বিন শামস – উপদেষ্টা মাস্টার্স (MBA একাউন্টিং) ইউনিভার্সাল বিজনেস ইউনিভার্সিটি সিডনি (অস্ট্রেলিয়া)
,তানজীল হোসেন-সদস্য মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ন্যাশনাল ইউনিভার্সিটি (ঢাকা),ফজলে রাব্বি পরান-সদস্য মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (ম্যানেজমেন্ট) ন্যাশনাল ইউনিভার্সিটি (ঢাকা),আফ্রিদি হাসান- সদস্য বি. বি. এ. (অনার্স) লক্ষ্মীপুর সরকারি কলেজ, (লক্ষ্মীপুর),তানজীদুল ইসলাম- সদস্য এস. এস. সি. (এক্সাম),মো: আকিব হোসাইন-সদস্য এল. এল. বি. (ফার্স্ট ইয়ার) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজিস (ঢাকা),তারেক আজিজ জনি-সদস্য বি. এ. ফার্স্ট ইয়ার লক্ষ্মীপুর সরকারি কলেজ
,মো: শাফি উল্লাহ রকি- সদস্য বি. এস. সি. (সিভিল ইঞ্জিনিয়ারিং) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ঢাকা),নাইমুর রহমান এইচএসসি,লক্ষীপুর সরকারি কলেজ। এছাড়াও রাখালিয়া বাজারের ব্যবসায়িক সোহাগ হোসেন, আব্দুর রহিম প্রমুখ।

তানজিল হোসেন পাটোয়ারী বলেন, সমাজের সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আমরা। রাখালিয়া বাজারের উন্নয়নমূলক কাজ যেমন ড্রেনেজ ব্যবস্থা, রিক্সা পার্কিং ও ব্যবসায়ীক পরিবেশ বৃদ্ধি নিয়ে বাজার কমিটিকে সাহায্য কর।। ও মসজিদ উন্নয়নমূলক সকল ধরনের কাজে কমিটিদেরকে সহায়তা করা। এলাকার রাস্তাঘাট সংস্কার ও এলাকার সকল ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা। মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার ও সমাজকে মাদক মুক্ত করতে সাহায্য করা। সামাজিক নিরাপত্তা ও সুন্দর বাসযোগ্য পরিবেশ রক্ষা করতে প্রশাসনকে সকল ধরনের সহায়তা করা।সমাজের অসহায় মানুষদের সহায়তা করা, যেমন ঘর সংস্কার, বিয়েতে সাহায্য, অসহায় দুস্থ মানুষের চিকিৎসা, প্রতিবন্ধীদের সাহায্য ও অন্যান্য অসঙ্গতি গুলোতে মোক্ষম ভূমিকা পালন করা।এলাকার তরুণ বেকারদের সাবলম্বী করনে উদ্দ্যেগ নিয়ে সহায়তা করা।জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সহায়তা করা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!