ঢাকাসোমবার , ১২ আগস্ট ২০২৪
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরের আহত খালেদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন 

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

গুলিতে লিভার ফুটো হয়ে গেছে খালিদের। তার রুগ্ন  শরীর ঝাঁঝরা  করেছে আট আটটি বুলেট। এর মধ্যে দুটো গুলি অপসারণ করা গেছে। এখনো সে ছয়টি গুলি শরীরে বহন করে হাসপাতালের বেডে কাতরাচ্ছে! বলছিলাম

লক্ষ্মীপুর জেলার চররুহিতা গ্রামের  খালিদের । 

লক্ষ্মীপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে। বাবা এবং বড় ভাই শারীরিক প্রতিবন্ধী। পড়াশোনার পাশাপাশি খালিদ পার্টটাইম জব করে। 

গত ৪ আগস্ট লক্ষ্মীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সে গুলিবিদ্ধ হয়। তড়িঘড়ি করে তাকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার লিভার আপারেশন হয়েছে। এখন সে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। ডাক্তারের ভাষ্যমতে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার বাকি অপারেশনগুলো করা হবে।

খালিদের চিকিৎসার মূল খরচ হাসপাতাল বহন করছে।

 ওষুধ ও আনুষঙ্গিক খরচের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন খালিদের পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করেছে। 

 আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাইখ আহমাদুল্লাহ জানিয়েছেন  অবস্থা বিবেচনা করে অনুদানের পরিমাণ আরো বাড়ানো হতে পারে। আমরা দোয়া করি, দ্রুত সুস্থ হয়ে খালিদ আবার তার পরিবারের হাল ধরুক।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদেরকে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৫ কোটি টাকা অনুদান দিচ্ছে। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!