যুবলীগের বায়েজীদের উদ্যোগে কুরবানীর গোশত বিতরণ
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
০৪:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
-
২
জন পড়েছেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি দিয়েছেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।
ঈদের ২য়দিন ১৮ই জুন মঙ্গলবার মানবিক যুবলীগ ব্যানারে তার নিজ বাড়ী প্রাঙ্গণে গরুটি জবাই করে সব গোশত অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন। এসময় মসলা কেনার জন্য নগদ অর্থ বিতরআ করা হয়।
এসময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোশত নিতে আসা ছমিরুন নামে এক বৃদ্ধা বলেন, ‘আমার স্বামী নেই। সন্তানরা থেকেও আমার খোঁজ খবর নেয় না। ঈদে কোরবানি দেয়ার সামর্থ আমার নেই। মানুষের কাছে হাত পেতে যা পাই তা দিয়েই কোনো মতে জীবন চলছে। ভাবছিলাম করোনার জন্য এ বছর হয়তো কোনো গোশত খেতে পারব না। কিন্তু বায়েজীদ ভূঁইয়া আমারে গরুর গোশত দিছে। এতে খুব খুশি হইছি।’
বায়েজীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে গরু কোরবানি করেছি। কোরবানির মাংস গরিব, দুঃখি মানুষের মাঝে বিতরণ করা হয়।’ এছাড়া মাংস রান্না করে খাওয়ার জন্য মসলার জন্য নগদ টাকা প্রদান করা হয়। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশায় যুবলীগ সবসময় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ট্যাগ :