রায়পুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ।
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
০৮:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
-
২
জন পড়েছেন
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রায়পুর উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতবার (৭ই মার্চ) বিকালে রায়পুর উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এ সময় প্রধান নুর উদ্দিন চৌধুরী নয়ন
বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা উপজেলার সব সরকারি কর্মকর্তা দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, এসিল্যান্ড মনিরা খাতুন, ওসি ইয়াসিন ফারুক, তানভীর হায়দার রিংকু প্রমুখ।
ট্যাগ :