ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিন্সিপাল কাজী ফারুকীর শিক্ষার্থীরা অনেক মেধাবী-ভিসি ড.মাকসুদ কামাল

মু.ওয়াহিদুর রহমান মুরাদ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে যারা পড়ালেখা করছো, নিঃসন্দেহে তোমরা অনেক মেধাবী। তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, নিজেদের আরও বড় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারবে। তোমাদের স্বপ্ন দেখতে হবে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক হওয়া। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিবসহ গুরুত্বপূর্ণ পদে  চাকরি করা। এজন্য বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। 

লক্ষ্মীপুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ১ যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাকসুদ কামাল আরও বলেন, কাজী ফারুকী স্যারের স্বপ্ন ছিল, এখানে পড়ালেখা করা ছাত্র-ছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হবে। তারা রুপান্তরিত হবে পৃথিবীর সম্পদে। শুধুমাত্র আঞ্চলিক সম্পদে নয়। তবেই অজপাড়াগাঁয়ে গড়ে উঠা প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য সফল হবে। 

আমি মনে করছি, এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ সবাই খুব যোগ্য, মেধাবী ও নিবেদিতপ্রাণ। তারা ফারুকী স্যারের সে স্বপ্ন পূরনে নিরলসভাবে কাজ করছে। 

বিশেষ অতিথির বক্তব্যে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার বলেন, কোন মানুষ কখনো সটকাটে বড় হতে পারে না। বড় হতে হলে, প্রথমে পরিকল্পনা করতে হয়। এরপর সততার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। তবেই সাফল্য আসবে। মনে রাখবা, সহজভাবে অথবা ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা অর্জন করা যায় না। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জীবনে চলার পথে অনেক বাঁধা আসবে। হতাশা আসবে, আসবে বহু ঘাত-প্রতিঘাত। কিন্তু সেগুলোর কাছে কখনোই মাথা নত করা যাবে না। মনে রাখবা, এগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমাদের মঙ্গল ও সফলতা।

কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী,রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট,বিইউবিটির উপ-উপাচার্য ড. মো. আলী নুর।

এছাড়াও ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জহিরুল গ্রুপের সিইও লায়ন জহিরুল ইসলাম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন, শিক্ষক সাইফুল ইসলাম,  ওমর ফারুকসহ আরও অনেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

প্রিন্সিপাল কাজী ফারুকীর শিক্ষার্থীরা অনেক মেধাবী-ভিসি ড.মাকসুদ কামাল

আপডেট : ০৭:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

মু.ওয়াহিদুর রহমান মুরাদ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে যারা পড়ালেখা করছো, নিঃসন্দেহে তোমরা অনেক মেধাবী। তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, নিজেদের আরও বড় মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারবে। তোমাদের স্বপ্ন দেখতে হবে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক হওয়া। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিবসহ গুরুত্বপূর্ণ পদে  চাকরি করা। এজন্য বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। 

লক্ষ্মীপুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ১ যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাকসুদ কামাল আরও বলেন, কাজী ফারুকী স্যারের স্বপ্ন ছিল, এখানে পড়ালেখা করা ছাত্র-ছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হবে। তারা রুপান্তরিত হবে পৃথিবীর সম্পদে। শুধুমাত্র আঞ্চলিক সম্পদে নয়। তবেই অজপাড়াগাঁয়ে গড়ে উঠা প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য সফল হবে। 

আমি মনে করছি, এই প্রতিষ্ঠানের শিক্ষকগণ সবাই খুব যোগ্য, মেধাবী ও নিবেদিতপ্রাণ। তারা ফারুকী স্যারের সে স্বপ্ন পূরনে নিরলসভাবে কাজ করছে। 

বিশেষ অতিথির বক্তব্যে এভারেস্ট জয়ী নিশাত মজুমদার বলেন, কোন মানুষ কখনো সটকাটে বড় হতে পারে না। বড় হতে হলে, প্রথমে পরিকল্পনা করতে হয়। এরপর সততার সঙ্গে পরিশ্রম করে যেতে হবে। তবেই সাফল্য আসবে। মনে রাখবা, সহজভাবে অথবা ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা অর্জন করা যায় না। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জীবনে চলার পথে অনেক বাঁধা আসবে। হতাশা আসবে, আসবে বহু ঘাত-প্রতিঘাত। কিন্তু সেগুলোর কাছে কখনোই মাথা নত করা যাবে না। মনে রাখবা, এগুলোর মধ্যে লুকিয়ে আছে তোমাদের মঙ্গল ও সফলতা।

কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী,রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট,বিইউবিটির উপ-উপাচার্য ড. মো. আলী নুর।

এছাড়াও ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জহিরুল গ্রুপের সিইও লায়ন জহিরুল ইসলাম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূইয়া, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন, শিক্ষক সাইফুল ইসলাম,  ওমর ফারুকসহ আরও অনেকে।