সম্মিলিত সামাজিক আন্দোলনের শশ্মানে হামলার প্রতিবাদ।
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
০৯:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
-
১
জন পড়েছেন
সংবাদ বিজ্ঞপ্তি
রায়পুরে পৌর মহাশ্মশানে অগ্নিসংযোগ ও ভাংচুরের নিন্দা। সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি অধ্যাপক ড, সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌর মহাশ্মশানে ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ইতোমধ্যে জেলা ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত শ্মশান পরিদর্শন করেন। আমরা মনে করি এই ধরনের হীনকর কর্মের সাথে এক শ্রেণীর দুষ্ট চক্র ঠুনকো অজুহাতে সংখ্যালঘু ও সমাজের দূর্বল মানুষদের উপর নিপীড়ন চালিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতেই এই ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে। রায়পুরের ঘটনাটি তারই অংশ বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে।আমরা অনতি বিলম্বে পৌর মহাশ্মশানে হামলার সাথে জড়িতদের কঠোর হস্তে দমনের আহবান জানাই এবং ক্ষতিগ্রস্ত মহাশ্মশানের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাই।
বার্তা প্রেরক বিপ্লব চাকমা দফতর সম্পাদক, সম্মিলিত সামাজিক আন্দোলন
ট্যাগ :