রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুদ্ধিজীবী দিবস -২০২৩ পালিত।
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
১১:৫৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
-
১
জন পড়েছেন
রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে ও সকল শহীদদের স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে ও শিক্ষক মোবারক হোসাইন রোমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম,এসিল্যান্ড মনিরা খাতুন, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, ওসি ইয়াসিন ফারুক মজুমদার ,বীর মুক্তিযোদ্ধা সফি উল্লাহ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ,সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় শহীদ বুদ্ধি জীবিদের প্রতি স্মরণ করে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
ইউএনও নাজমা বিনতে আমিন বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস বাঙ্গালী জাতির জন্য। প্রতিবছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে।মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। একাত্তরে ৩০ লাখ লোক শহীদ হন। তাদের মধ্যে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।
ট্যাগ :