লক্ষ্মীপুরের রায়পুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
০৫:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
-
১
জন পড়েছেন
লক্ষ্মীপুরের রায়পুরে পালিত হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস -২০২৩। প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন এই প্রতিপাদ্যকে নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্হার সহযোগিতায় পালিত হয় ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে র ্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার আবুল কালাম, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ফখরুল ইসলাম, সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম রিংকু।
এ সময় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহযোগিতা, সহমর্মিতা জানাতে এবং তাদের অধিকার বিষয় সচেতনতা বৃদ্ধিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় প্রতিবন্ধী দিবস। তিনি বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অংশ তাদের বাদ দিয়ে যেমন সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় তেমনি এসডিজি অর্জনে অন্তরায়। সাইফুল ইসলাম রিংকু সবাইকে সামাজিক উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখার আহবান করেন।
ট্যাগ :