লক্ষ্মীপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রীর।
-
ডেস্ক রিপোর্ট :
-
আপডেট :
১১:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
-
১
জন পড়েছেন
লক্ষ্মীপুরে এলজিইডি কর্তৃক নির্মিত ১৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উদ্বোধন করা হয়েছে।
১৪ নভেম্বর( মঙ্গলবার) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। পরে সদর উপজেলার ২০টি ও কমলনগর উপজেলার ১০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ডিডি এলজি সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার,সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শ্রাবণী চক্রবর্তী প্রমুখ।
ট্যাগ :