জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের সাথে সাবেক এমপি নোমান’র সাক্ষাৎ।
সোমবার ২২ই মে জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা, লক্ষীপুর ২ আসনের সাবেক সফল সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা জাতীয় পাটির সাবেক সভাপতি, মোহাম্মদ নোমান এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদের এম পি, ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযুদ্বা মজিবুল হক চুন্নু এম পি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, সাবেক মহাসচিব, এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (চট্রগাম বিভাগ) এড. রেজাউল ইসলাম ভূইয়া ও কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি মোহাম্মাদ নোমানকে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশনা দেন। এই সময় লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টিকে সুসংগঠতি করে একটা অনুষ্ঠান আয়োজনের দিক নির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ১৫ই মে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নোমানকে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা পদে পুনর্বহাল করা হয়। প্রায় ৩ বছর পর মঙ্গলবার তার অব্যাহতি আদেশপত্র প্রত্যাহার করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বিকাল ৪টায় দলের যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতা বলে নোমানের অব্যাহতি আদেশপত্র প্রত্যাহার করেছেন। এখন তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
ট্যাগ :