লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানকে মাথায় গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় রাকিব ইমাম নামে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকও গুলিবিদ্ধ হলে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন ।
লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন জানান, বিএনপি – জামায়াত বশিকপুরে একের পর এক হত্যাকান্ড করে যাচ্ছে ।সেখানে প্রতিনিয়ন লাশ হতে আওয়ামী নেতা – কর্মীরা। এই হত্যাকান্ডসহ অতীতের সকল হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১০ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার নাগের হাট এলাকায় এই ঘটনা ঘটে।