লক্ষ্মীপুরের রামগতিতে দেড় লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পরে জব্দ রেণুগুলো মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগতির চর আলগী গ্রামের রফিকুল হকের সামছুদ্দিন ও পৌর এলাকার ইলিয়াস হোসেনের ছেলে আকবর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল হাঁসনাত খান জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে বাগদা চিংড়ির রেণু শিকার করে বিক্রির উদ্দেশ্যে জমা করা হয়। খবর পেয়ে নদী সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৩০ ড্রামে থাকা দেড় লাখ রেণু জব্দ করা হয়। পরে সেগুলো নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।