ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দূর্নীতির অভিযোগে বাফুফের সেক্রেটারি সোহাগ নিষিদ্ধ ও জরিমানা।

ফিফায় নিষিদ্ধ হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফিফা ফান্ডের হিসাবে গরমিলের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। আজ শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে এমনটি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দেশে বিরক্ত ক্রীড়া মন্ত্রনালয় ও মন্ত্রী দিলেন তদন্ত –
বলেছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত। আমি চাই তারা তদন্ত করুক। পুরো বিষয়টা তাহলে সবার সামনে চলে আসবে।’ সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যে সরকার এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কি না, সেটি জানতে চাওয়া হলে কোনো মন্তব্য না করে সোহাগের সঙ্গে যোগাযোগ করতে বলেন সালাউদ্দিন। সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তাঁর হয়ে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, ‘যেকোনো মন্তব্যে তিনি আরও বিপাকে পড়তে পারেন!’

সালাউদ্দিনের সমর্থনে সোহাগই ফেডারেশনের হর্তাকর্তা, এমন অভিযোগ আছে একাধিক সহসভাপতির কাছে থেকে।

সোহাগ ২০১৭ সাল থেকে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের সদস্য, ২০১৯ সাল থেকে এএফসির বিপণন কমিটির সদস্য এবং ২০১৩ সাল থেকে ফিফা ও এএফসির ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের চুক্তির মেয়াদ ২০২১ সালের জুন মাসে দুই বছর বৃদ্ধি করা হয়েছে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

দূর্নীতির অভিযোগে বাফুফের সেক্রেটারি সোহাগ নিষিদ্ধ ও জরিমানা।

আপডেট : ০৯:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

ফিফায় নিষিদ্ধ হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ফিফা ফান্ডের হিসাবে গরমিলের দায়ে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। আজ শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে এমনটি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দেশে বিরক্ত ক্রীড়া মন্ত্রনালয় ও মন্ত্রী দিলেন তদন্ত –
বলেছেন, ‘খুব ভালো সিদ্ধান্ত। আমি চাই তারা তদন্ত করুক। পুরো বিষয়টা তাহলে সবার সামনে চলে আসবে।’ সাধারণ সম্পাদকের দেওয়া বক্তব্যে সরকার এবং মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কি না, সেটি জানতে চাওয়া হলে কোনো মন্তব্য না করে সোহাগের সঙ্গে যোগাযোগ করতে বলেন সালাউদ্দিন। সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তাঁর হয়ে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, ‘যেকোনো মন্তব্যে তিনি আরও বিপাকে পড়তে পারেন!’

সালাউদ্দিনের সমর্থনে সোহাগই ফেডারেশনের হর্তাকর্তা, এমন অভিযোগ আছে একাধিক সহসভাপতির কাছে থেকে।

সোহাগ ২০১৭ সাল থেকে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের সদস্য, ২০১৯ সাল থেকে এএফসির বিপণন কমিটির সদস্য এবং ২০১৩ সাল থেকে ফিফা ও এএফসির ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের চুক্তির মেয়াদ ২০২১ সালের জুন মাসে দুই বছর বৃদ্ধি করা হয়েছে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিলো ।