পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশক্রমে ৬নং কেরোয়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচী ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পারভেজ হোসেন পলাশের সভাপতিত্বে, ইউনিয়ন যুগ্ন-আহবায়ক সোহাগ হোসেন ও শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ নাজমুল আহসান রিপন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন-আহবায়ক সালাহউদ্দিন বাবু, মুরাদ হোসেন মিয়াজী, জামাল হোসেন পাটোয়ারী, জসিম উদ্দিন বাবলু, আলাউদ্দিন পাটোয়ারী প্রমূখ। অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১০০ জন নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে। সভায় বক্তারা বলেন, দলীয় সভানেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য অতিদ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করা হবে। এ ব্যাপারে আগ্রহী নেতাদের কাছ থেকে জীবন বৃত্তান্ত জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পদ-পদবীর ব্যাপারে দলীয় পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।