সৈয়দ আহমেদ, বিশেষ প্রতিনিধি :
“মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২২” উপলক্ষ্যে উত্তর চর আবাবিল ইউনিয়নের মানিক সর্দার ও রুহুল আমিন মেম্বারের ঘাট সংলগ্ন মেঘনা নদীতে রাতের বেলায় অভিযান পরিচালনা করেন অঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর। সহযোগিতায় ছিলেন রায়পুর থানা পুলিশ, আনসার ও গ্রামপুলিশের সদস্যবৃন্দ। বিশেষ সহযোগিতায় ছিলেন উত্তর চর আবাবিল ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোঃ মহিউদ্দিন গাজী ও মোঃ ফারুক সর্দার।
অভিযানে ০৪ (চার) টি বড় ইঞ্জিন নৌকা জব্দ করা হয়। এবং প্রায় ২৫,০০০ (পঁচিশ হাজার) মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এটি চলমান থাকবে।