ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সুষ্ঠু ভোটে শাহজাহানের সঙ্গী বিজয়ী জেলা পরিষদের সদস্যরা,হাড্ডাহাড্ডি লড়াই দুই ওয়ার্ডে।

 

          মোঃওয়াহিদুর রহমান মুরাদ : 

দেশের ৫৭ জেলা পরিষদ ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ইভিএমে শুরু হওয়া ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। কারচুপি কিংবা হট্টগোল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে ছিল। লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য পদেও ছিলো কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। এ কারণে সোমবার (১৭ অক্টোবর) জেলার পাঁচটি ওয়ার্ডে সাধারণ সদস্য ও দুটি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ভোট হয়। এরমধ্যে সদর ও কমলনগর উপজেলায় এক ভোটে এগিয়ে থেকে দুই প্রার্থী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলায় আলমগীর হোসেন (তালা প্রতীক) ৯৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৯৭ ভোট পেয়েছেন। কমলনগর উপজেলায় মনিরুল ইসলাম রিপু (তালা প্রতীক) ৪৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা (টিউবওয়েল প্রতীক) ৪৫ ভোট পেয়েছেন।

এছাড়া রায়পুর উপজেলায় এ বি এম ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, রামগঞ্জে সৈকত মাহমুদ শামছু ও রামগতিতে মেজবাহ উদ্দিন হেলাল সদস্য নির্বাচিত হন। জেলার দুটি সংরক্ষিত নারী ওয়ার্ডে শারমিন জাহান অরিন ও তাহমিনা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের ভোটার ছিলেন ৮২০ জন। পাঁচ ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন ১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী ছিলেন ১০ জন। সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ উপজেলা পরিষদে ছয়টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে সদর উপজেলায় পাঁচজন, কমলনগরে দুজন এবং রামগতিতে ছয়জন ভোটার উপস্থিত ছিলেন না।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

লক্ষ্মীপুরে সুষ্ঠু ভোটে শাহজাহানের সঙ্গী বিজয়ী জেলা পরিষদের সদস্যরা,হাড্ডাহাড্ডি লড়াই দুই ওয়ার্ডে।

আপডেট : ০১:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

 

          মোঃওয়াহিদুর রহমান মুরাদ : 

দেশের ৫৭ জেলা পরিষদ ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ইভিএমে শুরু হওয়া ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। কারচুপি কিংবা হট্টগোল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে ছিল। লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য পদেও ছিলো কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। এ কারণে সোমবার (১৭ অক্টোবর) জেলার পাঁচটি ওয়ার্ডে সাধারণ সদস্য ও দুটি সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ভোট হয়। এরমধ্যে সদর ও কমলনগর উপজেলায় এক ভোটে এগিয়ে থেকে দুই প্রার্থী সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলায় আলমগীর হোসেন (তালা প্রতীক) ৯৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৯৭ ভোট পেয়েছেন। কমলনগর উপজেলায় মনিরুল ইসলাম রিপু (তালা প্রতীক) ৪৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা (টিউবওয়েল প্রতীক) ৪৫ ভোট পেয়েছেন।

এছাড়া রায়পুর উপজেলায় এ বি এম ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, রামগঞ্জে সৈকত মাহমুদ শামছু ও রামগতিতে মেজবাহ উদ্দিন হেলাল সদস্য নির্বাচিত হন। জেলার দুটি সংরক্ষিত নারী ওয়ার্ডে শারমিন জাহান অরিন ও তাহমিনা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের ভোটার ছিলেন ৮২০ জন। পাঁচ ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন ১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে নারী প্রার্থী ছিলেন ১০ জন। সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ উপজেলা পরিষদে ছয়টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে সদর উপজেলায় পাঁচজন, কমলনগরে দুজন এবং রামগতিতে ছয়জন ভোটার উপস্থিত ছিলেন না।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।