রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৪ইং) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) বিকালে শহরের একটি মিলনায়তনে রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুক ও দৈনিক আমাদের সময় এবং ৭১ বাংলা টিভির রামগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচেতনা পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মনির হোসেন বাবুল ও সহ-সভাপতি পদে দৈনিক বাংলার মুকুল পত্রিকার সম্পাদক এ কে এম মিজানুর রহমান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক ভোরের কাগজ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, সহ সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমাচার পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, অর্থ সম্পাদক পদে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দপ্তর ও প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আমাদের নতুন দিন পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল।
এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসাবে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও সাবেক সভাপতি এস এম বাবুল বাবর, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি ও সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি লক্ষণ মজুমদারকে নির্বাচিত করা হয়।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার ১৩জনকে সদস্য এবং ৪জনকে সহযোগী সদস্য নির্বাচিত করা হয়।
রামগঞ্জ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন আজ ২৩ জানুয়ারি ২০২৩ইং তারিখ সোমবার আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন।
সম্মানিত সদস্য হিসাবে রয়েছেন দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ফরিদ আহম্মেদ বাঙালী, মুক্ত বিকাশ সম্পাদক আমির হোসেন আমু ও আমিনুল ইসলাম মুকুল এবং সদস্য জাকির হোসেন মোস্তান (দৈনিক ইত্তেফাক), আফরোজা রহমান রাঙ্গা (দৈনিক খবর ও নির্বাহী সম্পাদক, রামগঞ্জ দর্পন), মোহাম্মদ মহসিন (দৈনিক আমাদের মাতৃভূমি, শামছুল ইসলাম মিঝি (দৈনিক আমার বার্তা), মোবারক হোসেন (দৈনিক দিনকাল), অধ্যাপক হারুন অর রশিদ (লক্ষ্মীপুর ট্রিবিউন), কামাল হোসেন জুয়েল (দৈনিক বাংলা ধারা) মোহাম্মদ আলী (দৈনিক নাগরিক ভাবনা), এস এম আলী আজ্জম (দৈনিক বাংলার প্রতিদিন), মোঃ নুর নবী গাজী (দৈনিক মাতৃভূমির খবর), মোঃ খলিলুর রহমান (দৈনিক সন্ধাবাণী), মোঃ হাসানুর জামান (দৈনিক ভোরের সময়), সোহেল হোসেন (দৈনিক শক্তি), সপ্নীল চৌধুরী (দৈনিক বাংলাদেশ পরিক্রমা), রায়হানুর রহমান (আমার লক্ষ্মীপুর), মোঃ আরমান আলী খাঁন (বিডি প্রেস)।
সহযোগী সদস্য হিসাবে রয়েছেন, মনির হোসেন সুমন (দি বাংলাদেশ টুডে), সাজ্জাদুল ইসলাম (প্রজন্ম নিউজ), আলমগীর হোসেন (দৈনিক মা-মাটি-মানুষ) ও মোঃ নজরুল ইসলাম (আজকের পদ্মা)।