কাতার বিশ্বকাপের ফাইনাল আজ। এ ম্যাচ দিয়েই পর্দা নামবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। এবারের ফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হতে যাচ্ছে ৩৬ বছর ধরে ট্রফি খড়ায় থাকা ল্যাতিন আমেরিকার দল আর্জেন্টিনা। সব শেষ আর্জেন্টিনায় ট্রফি গিয়েছিল কিংবদন্তি দিয়েগো মারাদোনার হাত দিয়ে। এরপর আরো দুই বার ফাইনাল খেলে আর্জেন্টিনা তবে দুই বারই জার্মান এর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় দলটির।এদিকে এবারের ট্রফি জয় স্বপ্নের কেন্দ্রে লিওনেল মেসি। কাতারই হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আর সেখানেই বিশ্বকাপটা হাতে তুলে নিতে চাইছেন তিনি। মেসি যদি পারেন, সারা দেশ জুড়ে শুরু হয়ে যাবে উত্সব। রোসাসিওতে কাপ জয়ের উত্সব যে লাগামছাড়া হবে, তাতে আর আশ্চর্য কী! মারাদোনার শহর বুয়েন্স আয়ার্স থেকে ৩০০ কিমি দূরে রোসারিও। এখানেই বেড়ে উঠেছে আর্জেন্টিনার বর্তমান তারকা খেলোয়াড় লিওনেল মেসি। আজকের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে এখানে খুদে জাদুকরের ছবিতে ছেয়ে গিয়েছে প্রতিটা বাড়ির দেওয়াল, আকাশছোঁয়া বিল্ডিং। সমস্ত রাস্তায় উড়ছে মেসির ১০ নম্বর জার্সি। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালটার আগে যেন তুমুল উত্তেজনায় ফুটছে এখানে। এ অঞ্চলের মেয়র জুয়ান পিও দ্রোভেত্তা বলেছেন, ‘মেসির কাটআউট যতবার দেখছি, ততবার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। উত্তেজনায় ফুটছি। আর্জেন্টিনাকে এই চূড়ান্ত সাফল্যের জায়গায় পৌঁছনোর জন্য নিশ্চিত ভাবেই টিম হিসেবে একযোগে নামবে ফুটবলাররা। আর ওদের সমর্থন করার জন্য সমস্ত হৃদয় এক হয়ে যাবে। সবাই এক হয়ে গলা ফাটাবে।’
শিরোনাম :
জন্মস্থানে মেসির জন্য শেষ প্রার্থনা
- ডেস্ক রিপোর্ট :
- আপডেট : ০৯:০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- ১ জন পড়েছেন
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ