রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুর্মিটোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরে তেলবাহী লরিতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১২ মিনিটে আমরা খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কুর্মিটোলা থেকে ৩টি ও উত্তরা থেকে ১টি ইউনিট বিমানবন্দরে গেছে।