মাহমুদুর রহমান মনজু,লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের তেওয়ারীগঞ্জে অসহায় কৃষকদের জমি খালেদ ও শিহাব নামে দুই ভূমি দস্যুর বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত খালেদ ও শিহাব লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। এদিকে অসহায় কৃষকরা তাদের ভয়ে জমি হারিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
অসহায় কৃষক আজাদ হোসেন ও আবুল কাশেম জানান, তার বাবা হাজী আবদুল মতলব তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে ৫ একর সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করেন। বাবার মৃত্যুর পর খালেদ ও শিহাব নামের দুই ভূমিদস্যু তাদের ওই জমি জোর করে দখল করে নেয়। এখন তারা জমিতে যেতে পারছেননা। আদালতে মামলায় রায় পাওয়ার পরও ওই দুই ভূমিদস্যুর আতঙ্কে তারা জমিতে যেতে পারছে না বলেও অভিযোগ করেন তারা। তারা ক্ষোভের সাথে বলেন, শুধু তারাই নয়, এই এলাকায় খোঁজ নিলে জানা যাবে ভূমিহীনদের কাছে খালেদ ও শিহাব একটা আতঙ্কের নাম।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক জসিম উদ্দিন জানান, অন্যেও ক্রয় ও দখলীয় চাষের জমি দিনে রাতে জোর করে মাটি কেটে অনাবাদি করে দখল করে নেয় খালেদ ও শিহাব। চরমনসা গ্রামে অনেক মানুষকে বাস্তুচ্যুত করেছে তারা দুইজন। এসময় প্রশাসনের কাছে ন্যায় বিচার চান তিনি।
তবে অভিযোগের বিষয়ে জানতে খালেদ ও শিহাবের সাথে যোগাযোগ করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।