সৈয়দ আহমেদ, বিশেষ প্রতিনিধি :
‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভাণ্ডার গড়ব’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস লক্ষ্মীপুরে উদযাপন করা হয়েছে। গত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের প্রথম স্থান নির্বাচিত হয়েছে লক্ষ্মীপুর জেলা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার আকন্দ তার সম্মেলন কক্ষে আয়োজিত ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে আয়োজিত সভায় এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার ও সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
এসময় জন্ম-মৃত্যু নিবন্ধনে জেলার সেরা ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পুরষ্কৃত করেন অতিথিরা।রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করার বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান নুরে হাওলাদার জিকু, প্রথম নারী চেয়ারম্যান শাহিনুর বেগম রেখা কেরোয়া ইউপির পক্ষে সন্মাননা গ্রহণ করেন।