পীরজাদা মাসুদ হোসাইন, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মানবিক যুবলীগের ব্যানারে বায়েজীদ ভূইয়া করোনা কালীন সময়ে বাড়ি বাড়ি নিজের কাঁধে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী, পৌছে দিয়েছেন অক্সিজেন সিলিন্ডার ও রোগী বহনকারী সিএনজি।১৩১ টি প্রোগ্রাম করা লক্ষ্মীপুুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী বাঁয়েজীদ ভূইয়ার বিশাল শোডাউন ঢাকার রাজপথ মুখরিত ছিলো। বর্ণিল সাজে নেতা – কর্মীরা দুইশত হায়েস,বাস যোগে প্রায় তিন হাজার কর্মীরা ঢাকার জনসভায় যোগদান করেন।
আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁয়রা উড়িয়ে মহাসমাবেশ উদ্বোধন করেন।
সমাবেশ দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসছেন।
সকাল পৌনে ১১টার দিকে শাহবাগ, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, রাজু ভাস্কর্য, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ও রমনা পার্ক এলাকায় নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে।
সকাল ১১টা ১০ মিনিটে মিছিলে যোগ দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।
যুবলীগের দপ্তর সূত্র জানায়, দেশের ৬৪ জেলা থেকে মহাসমাবেশে অন্তত ১০ লাখ নেতা-কর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। এছাড়া পুরো ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে।
উদ্যানে প্রবেশের ৫টি গেটে পুলিশ অবস্থান নিয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া, উদ্যানের বিভিন্ন গেট ও ভেতরে টহল দিচ্ছেন গোয়েন্দা সংস্থা, আনসার, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা।
দুদিন আগ থেকেই সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।