ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে নৌকার দুই প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের চিঠি,আইন লঙ্ঘন করিনি-নয়ন

   নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের মো. গোলাম ফারুককে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী রোববার লিখিতভাবে তাঁদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুক্রবার নির্বাচনী অনুসন্ধানী কমিটির রায়পুর আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া ও সদর আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ উজমা শুকরানা চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার মনোনয়ন পাওয়া উপলক্ষে বেশ কয়েকটি মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন লক্ষ্মীপুর-২ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী। এ সময় ট্রাকে রাখা সাউন্ডবক্সে গান বাজানো হয়।

এদিকে গত মঙ্গলবার বিভিন্ন যানবাহনে প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী গোলাম ফারুক। এ সময় চন্দ্রগঞ্জ মহাসড়ক বন্ধ রেখে ৩০টি মাইক্রোবাস ও পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করা হয়।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন দিনের মধ্যে প্রার্থীদের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোলাম ফারুকের কাছে জানতে চাইলে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চিঠি দেওয়ার বিষয়টি শুনেছেন। তবে এখনো চিঠি হাতে পাননি। চিঠি পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেবেন ।

এদিকে নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন , আমার লক্ষ্মীপুর আসার দিনে সামনে বা পিছনে এমন কোন বহর ছিলো না। এমন কোন নির্দেশনাও ছিলো না। তাই আচারণবিধি লঙ্ঘনের বিষয়টি স্রেফ গুজব। আমি চিঠি পেলে জবাব দিবো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের উত্তরচরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটির বিলুপ্ত  

লক্ষ্মীপুরে নৌকার দুই প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের চিঠি,আইন লঙ্ঘন করিনি-নয়ন

আপডেট : ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

   নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের মো. গোলাম ফারুককে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী রোববার লিখিতভাবে তাঁদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুক্রবার নির্বাচনী অনুসন্ধানী কমিটির রায়পুর আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া ও সদর আসনের দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ উজমা শুকরানা চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার মনোনয়ন পাওয়া উপলক্ষে বেশ কয়েকটি মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন লক্ষ্মীপুর-২ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী। এ সময় ট্রাকে রাখা সাউন্ডবক্সে গান বাজানো হয়।

এদিকে গত মঙ্গলবার বিভিন্ন যানবাহনে প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী গোলাম ফারুক। এ সময় চন্দ্রগঞ্জ মহাসড়ক বন্ধ রেখে ৩০টি মাইক্রোবাস ও পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করা হয়।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন দিনের মধ্যে প্রার্থীদের কাছে বিষয়টির ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে গোলাম ফারুকের কাছে জানতে চাইলে বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চিঠি দেওয়ার বিষয়টি শুনেছেন। তবে এখনো চিঠি হাতে পাননি। চিঠি পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দেবেন ।

এদিকে নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন , আমার লক্ষ্মীপুর আসার দিনে সামনে বা পিছনে এমন কোন বহর ছিলো না। এমন কোন নির্দেশনাও ছিলো না। তাই আচারণবিধি লঙ্ঘনের বিষয়টি স্রেফ গুজব। আমি চিঠি পেলে জবাব দিবো।