প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:৩২ পি.এম
রায়পুরের মেধাবী খেলোয়ার ও দর্শকদের জন্য স্টেডিয়াম নির্মাণ হচ্ছে – নয়ন এমপি।
মু.ওয়াহিদুর রহমান মুরাদ:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে ‘কুচিয়ামোড়া টিভি কাপ ফুটবল টুর্নামেন্টেের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু , লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া,লক্ষীপুর জেলা ছাত্রলীগে র সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাঃ সম্পাদক মফিজুর রহমান খাঁন,রায়পুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি নুরনবী সুজন, রায়পুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক মোঃ কাউসার হোসেন,হুমায়ুন কবীর,রায়পুর সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ শরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রলীগে র সাবেক সহ-সভাপতি বকসী বাছেদ। ফাইনাল ম্যাচে মদীনা বাজার একাদশকে নাইয়াবাড়ি একাদশ ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে ফ্রিজ ও রানার্স আপ দলকে স্মার্ট টিভি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন ,রায়পুরের কিশোর ,তরুন ও দর্শকরা খেলা পাগল। মাদক ,ইভটিজিং ,কিশোর গ্যাং রুখতে খেলাধূলার বিকল্প নেই। তাই রায়পুর বাসীকে একটি স্টেডিয়াম করে দিচ্ছি সরকারে অর্থায়নে। জমি গ্রহণ শেষ। কাজ শুরু হওয়ার বাকী রয়েছে । এখানে খেলাধূলা করেই আগামীতে হাসান মাহামুদ ,রপম এর মতো খেলোয়ার জাতীয় পর্যায়ে লক্ষ্মীপুর জেলার মুখ উজ্জ্বল করবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829