ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে কৃষকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মাহমুদুর রহমান মনজু,স্টাফ রিপোর্টার।
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এমন স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ লক্ষ্মীপুর জেলা শাখা এ সভার আয়োজন করে।

সংগঠনটির সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা।

বাংলাদেশ কৃষকলীগ লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এসময় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দলীয় কাজে সবসময় সকল নেতাকর্মী কাছে পাবার প্রত্যয় ব্যক্ত করে জেলা কৃষকলীগের আহ্বায়ক সিএম আব্দুল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরো সুসংগঠিত করতে হবে। এসময় তিনি সবার কাছে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জেলা কৃষকলীগ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে প্রধান বক্তা জেলা কৃষকলীগের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি ও সাংগঠনিক গতিশীলতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, জনগনের কাছে সরকারের উন্নয়ন বার্তা পৌছে দিতে হবে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিএনপি – জামায়াত। তাদেরকে সাংগঠনিক ভাবে মোকাবেলা করতে কৃষকলীগকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

এসময় জেলার পাঁচটি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!