জহির হোসেন :
রায়পুর পৌরসভাস্থ ৮ নং ওয়ার্ড মধ্য কেরোয়া গ্রামের মিন্নত আলী মোল্লা বাড়ির আলামিন হোসেন রাকিব(১৮), পিতা বিল্লাল হোসেন (মিন্নত আলী মোল্লা বাড়ি) দিবাগত রাত ১:০০ টা হইতে সকাল ৬:০০ টার মধ্যে যে কোন সময় একই বাড়িরই তসলিম মিয়ার নির্মানাধীন বিল্ডিং ঘরের সিড়ির রডের সাথে ওর্না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকজন দেখতে।পায় ।
প্রাথমিক ভাবে জানা যায় বিল্লাল হোসেন তার ছেলে আলামিন হোসেন রাকিব কে কাজ কর্ম করার জন্য বিভিন্ন বকাবকি করলে বাপের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় মর্মে প্রাথমিক ধারনায় জানা যায়।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানান রায়পুর থানার ওসি (তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন।