মাত্র এক সপ্তাহ আগেও সুস্থ সবল রাজীব হঠাৎ অসুস্থতা বোধ করায় ডক্টরের শরণাপন্ন হন। পরবর্তীতে ডক্টর ডায়োগনিস করে দেখেন যে রাজীব Chronic Kidney Disease (CKD) ও Glomerulonephritis সহ Hypertension এর মত নানাবিধ জটিলতায় ভুগছেন।
অবস্থা এতটায় গুরুতর হয়ে দাড়ায় যে তিনি দ্রুত রাজীবকে ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন।
ডক্টরের পরামর্শ অনুযায়ী শনিবার (১৫ অক্টোবর ২০২২) তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হন এবং এই পর্যন্ত ৪ বার ডায়লিসিস সেবা গ্রহণ করেন।
বর্তমানে তার দুইটি কিডনিই কাজ করছে না বলে ডক্টর পরিবারকে জানিয়েছেন । এমতাবস্থায় তার জীবন বাঁচানোর জন্য ডক্টর তার কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন!
নিম্ন মধ্যবিত্তে পরিবারের তিনবোনের সংসারের একমাত্র ভাই ও উপার্জনক্ষম ব্যক্তি । পরিশ্রমী রাজীব ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলো। কিন্তু এরই মাঝে এভাবে হুট করে তার এত বড়বড় অসুখ ধরা পড়বে রাজীব হয়তো কল্পনাও করেন নি।
ডায়ালাইসিস, ওষুধ, ডক্টরের ফি বাবদ যে খরচ তাতে রাজীব ইতিমধ্যেই কুলিয়ে উঠতে পারছেন না।তাছাড়া তার উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে ভাবছেন তার পরিবার!
এই মূহুর্তের জন্য সবমিলিয়ে রাজীবের প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন!
এমতাবস্থায় সকলের কাছে একান্ত সহযোগিতা ও সহমর্মিতা রাজীবের একান্তই প্রয়োজন। তার পিতা-মাতা , বোন সকলেই তার ওপর নির্ভরশীল। পরিবারের এই উপার্জনক্ষম ব্যক্তিটির এই দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার ঘটনায় তাদের জীবনেও নেমে এসেছে এক চরম অনিশ্চয়তা।
আসুন আমরা সকলে মিলে একজন মানুষের প্রাণ বাঁচানোর মত মহৎ কাজে এগিয়ে আসি।পুনরায় হাসি ফুটিয়ে তুলি তার পরিবারের মুখে।
রাজীবকে সাহায্য পাঠানোর ঠিকানা -
Name: RAZIB KUMAR SHIL
A/C NO- 1101005972761
Gulshan Corporate Br
Routing Number: 130261814
Jamuna Bank Ltd
Mobile Banking (MFS)
Bkash 01815183127
Nagod 01712411980
রাজীবের সাথে যোগাযোগ ও সরাসরি দেখা করতে চাইলে -
মোবাইল- 01815183127
হাসপাতাল বেড নং - শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩য় তলা, নিউ কেবিন, ৩০৬বি।