লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সহযোগিতায় ও উপজেলা নির্বাহী অফিসার এর পরিকল্পনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ।
১৪ই মার্চ সোমবার বিকেল তিনটায় রায়পুর থানার সম্মুখে উপজেলা প্রশাসনের উদ্যোগে রায়পুরে আর্ট স্কুল, গোল্ডেন স্মার্ট ভিলেজ গেইট, বর্ডার বাজার শেড ,অভিভাবক শেড সহ বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান গুলোতে প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাস , রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ,সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইকবাল , রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া , ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশীদ প্রমুখ ।
বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করে জেলা প্রশাসক মো.আনোয়ার হোছাইন আকন্দ বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলার একটি গ্রামকে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট গ্রাম নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন। তাই আমাদের সকলকে স্মার্ট নাগরিকের পাশাপাশি নিজ উদ্যোগে এলাকাকেও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে।