রায়পুরে উপজেলা কৃষকদলের কর্মী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় আজ রায়পুর পৌরশহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় । এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা কৃষকদলের আহবায়ক কাউছার আলম মোল্লা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন , জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল , জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু ,রায়পুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃজাকির হোসেন ,সদস্য সচিব জিএম শামিম প্রমুখ।
কৃষক দলের কর্মী সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুন বলেন ,বর্তমান সরকার ফ্যাসিবাদী আচরণ করছে জনগণের সাথে । আইনের সুশাসন ও দুর্নীতির ক্ষেত্রে লাগাম টেনে ধরতে ব্যার্থ হয়েছে । অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে অরাজকতার হাত থেকে বাঁচার জন্য জনগণকে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন ।এ সময় জেলা বিএনপির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া হাতকে শক্তিশালী করতে কৃষক দলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।