প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৪, ৯:৫৬ পি.এম
সঠিক মেধা চর্চার মাধ্যমে রায়পুরের শিক্ষার্থীরা এগিয়ে যাবে – ইউএনও
সোমবার (২৯ জানুয়ারি ) দুপুর ১২টায় রায়পুর উপজেলা পরিষদ চত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং আলোচনার মাধ্যমে বিজ্ঞান মেলা শুভ উদ্বোধনের পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, এ এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট মনিরা খাতুন, উপজেলা মাধ্যমিত শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ,উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান ,আরডিও আঃসাত্তার,সহকারী প্রোগ্রামার শুভ্রজিত রায় সহ উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন।উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের আগামী নতুন বিশ্ব গড়ে তুলতে মেধার সঠিক ব্যবহার করার আহবান জানান ইউএনও নাজমা বিনতে আমিন। পড়াশোনা শুধু জৈবিক চাহিদা না হয়ে দেশের ও সমাজের পরিবর্তনে এগিয়ে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829