মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
সদ্য প্রকাশিত গতকাল সোমবার এসএসসি পরীক্ষা- ২০২২ এর ফলাফলে লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলা শীর্ষ স্থান অর্জন করেছে। এবছর জেলায় ১৭৪ টি স্কুল থেকে মোট ১৬৪৮৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে কৃতকার্য হন ১৬১৮৫ জন। জেলায় গড় পাশের হার ৯১.৯৫ শতাংশ।
কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সূচক অনুসারে রায়পুর উপজেলা পাশের হারে জেলায় শীর্ষ স্থানে আছে। রায়পুরে পাশের হার সর্বোচ্চ ৯৬.২৬%, , সদরে ৯১.৫৫%, রামগতিতে ৮৯.৩০%,, রামগঞ্জে ৯৪.৮৫%, কমলনগরে ৮৩..৭৯%। জেলায় জিপিএ পাঁচ পেয়েছে ১২৩৬ জন। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি।
রায়পুর উপজেলায় সাতটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেছে। সেগুলো হচ্ছে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমি, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চরআবাবিল এসসি উচ্চ বিদ্যালয়, হায়দরগন্জ মডেল স্কুল, এমএমএ কাদের একাডেমি ও মমতাজের নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
শতভাগ পাশকৃত স্কুল রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি সর্বোপরি আমাদের শিক্ষকরা ভালো রেজাল্টের জন্য আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন বিভিন্ন সময়ে।
রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বলেন, ভালো রেজাল্টের জন্য বরাবরই আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের তাগিদ দিয়ে থাকি। ভালো রেজাল্ট যারা করেছেন সে সকল শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে ভালো ফলাফলের বিকল্প নেই, শিক্ষকদের আন্তরিকতায় রায়পুর উপজেলা শীর্ষে ফিরেছে এসএসসিতে।