প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ৩:৩৯ পি.এম
লক্ষ্মীপুর-২ নয়নের প্রতিদ্বন্ধী স্ত্রী লুবনা চৌধুরী,৩৭ জনের মনোনয়ন পত্র সংগ্রহ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রানিং এমপি এ্যাড নুর উদ্দিন চৌধুরী নয়ন এর বিপক্ষে তার সহধর্মিনী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা।
চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা সদর উপজেলা ও জেলা আওয়ামীলীগ এর প্রভাবশালী নেত্রী।এছাড়াও তার পিতা মরহুম শাহজাহান চৌধুরী রায়পুর উপজেলা আওয়ামীলের প্রতিষ্ঠা কালীন সদস্য।তার আপন ভাই রায়পুর ইউনিয়ন এর পরপর ২বারের চেয়ারম্যান ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা যায়।
এদিকে লক্ষ্মীপুর -২ আসনে অন্য প্রার্থীরা হলেন- রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা মিরাজ মুক্তাদির (স্বতন্ত্র), নুর উদ্দিন চৌধুনী নয়ন(আ.লীগ),আবদুল্লাহ আল মাসুদ (স্বতন্ত্র), জহির হোসেন(সুপ্রীম পার্টি),চৌধুরী রুবিনা ইয়াসমিন লুবনা (স্বতন্ত্র),সেলিনা ইসলাম (স্বতন্ত্র) ,মো: শরীফুল ইসলাম ( বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)),মো: মোরশেদ আলম(ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ),মো: বোরহান উদ্দিন (জাতীয় পার্টি),
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর পর্যন্ত লক্ষ্মীপুরের ৪টি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৭ জন।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829