লক্ষ্মীপুর সিএইচসিপি এ্যাসোসিয়েশনের সভাপতি সুমন-রহিম সম্পাদক নির্বাচিত।
কমিউনিটি ক্লিনিক (সিএইচসিপি) এ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান সভাপতি টুমচর ইউনিয়নের ডা. আনোয়ারুল হক ও মোখলেছুর রহমান কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ডেন্টিস্ট শরিফ হোসাইন সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এদিকে সাধারণ সম্পাদক পদে ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরউভূতি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আবদুর রহিম ভোটে নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রামগঞ্জ উপজেলার আশার কোটা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুহুল আমিনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা এএইচএম ফারুক। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম শিবলু ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরিফ হোসাইন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিএইচসিপি মো. মাহফুজুর রহমান।
সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মো. শাহাবুদ্দিন, কাজী মো. গিয়াস উদ্দিন, ফয়সাল আহম্মেদ খান ও সোয়াইব সুমন পাটোয়ারী। নির্বাচনে জেলার পাঁচটি উপজেলার নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকে সকল সিএইচসিপি ভোটাররা এই নির্বাচনে অংশগ্রহণ করেন।
ট্যাগ :