প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ১১:৫৬ এ.এম
লক্ষ্মীপুর- ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধের দু’দিন পর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৮টার পর থেকে ফেরি ও লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল শুরু হয় বলে জানান লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাট ফেরিঘাটের ম্যানেজার আতিকুজ্জামান।
তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফেরি বন্ধ থাকার কারণে ঘাটের দু’পাড়ে আটকা পড়েছে কয়েক শ’ পণ্যবাহী ট্রাক। দুয়েক দিনের মধ্যে সকল পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি।
একই কথা জানান, ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো: কাউছার।
এদিকে বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে ফেরি লঞ্চসহ সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিইটিএ। এতে করে মুজ চৌধুরীর হাট ঘাটে কয়েক শ’ যাত্রী আটক পড়ে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়তে হয় এ নৌরুটে চলাচলকারী যাত্রীদের। তবে সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় দুর্ভোগ কমেছে।
মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সাথে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এ নৌরুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চে প্রায় কয়েক শ’ পণ্যবাহী গাড়ি ও হাজার হাজার মানুষ যাতায়াত করে। লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে পাঁচটি ফেরি ও বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এর মধ্যে দু’টি লঞ্চ বরিশাল রুটের। বাকি নয়টি ভোলা রুটের।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক : মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগোযোগ 01711122829