প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১২:৫৯ পি.এম
লক্ষ্মীপুর বুলেটিন এর সহ – সম্পাদক পদে নিযুক্ত রাজু
দায়িত্বশীলদের দৈনিক লক্ষ্মীপুর বুলেটিন সহ-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সত্য প্রকাশে স্পষ্টবাদী, নির্ভীক, সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠক মোঃ আমিনুল ইসলাম রাজু।
গত শুক্রবার (২৮শে সেপ্টেম্বর) দৈনিক লক্ষ্মীপুর বুলেটিন এর সম্পাদক ও প্রকাশক ওয়াহিদুর রহমান মুরাদ আনুষ্ঠানিক ভাবে মোঃ আমিনুল ইসলাম রাজু কে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন।
দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন নির্ভীক সাংবাদিক আমিনুল রাজু সহ-সম্পাদকের দায়িত্ব পাওয়ায় লক্ষ্মীপুর বুলেটিনের সাংবাদিকরা পত্রিকার সম্পাদক ও প্রকাশককে ধন্যবাদ জানান। নতুন দায়িত্ব পাওয়ায় নেটিজেনদের সবাই আমিনুল রাজুকে শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ আমিনুল ইসলাম রাজু'র জন্ম লক্ষ্মীপুর পৌরসভার ০৮নং লামচরী, সমসেরাবাদে। তার দাদা মরহুম আমিন উল্যা কমান্ডার পৌরসভার ০৬ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম সবুজ। তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এস এস সি ও লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ২০০৬ সালে এইচ এস সি, এরপর দুই বছর ব্যবস্থাপনা বিভাগে পড়াশুনা করে ব্যক্তিগত কারণে অনার্স বাদ দিয়ে ২০১৩ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী এবং ২০১৬ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাষ্টার্স পাশ করেন।
স্কুল জীবনে আদর্শ সামাদ স্কুলের হয়ে নেতৃত্ব দিয়েছেন ক্রিকেটের। ক্রিকেটের পাশাপাশি স্কুল ও কলেজ জীবনে ফুটবলেরও নেতৃত্ব দিয়েছেন আমিনুল রাজু। ২০০৩ সালে লক্ষ্মীপুর ক্লাবের হয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগ দিয়ে ক্যারিয়ার শুরু করে, বয়স ভিত্তিক এবং জেলা ক্রিকেট দলের হয়ে খেলেছেন। ২০০৪ সালে কক্সবাজার ভেন্যুতে বিকেএসপিতে এক মাসের ক্যাম্পও করেন তিনি। দীর্ঘ দশ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে। তারপর লক্ষ্মীপুর ক্লাবের হয়েই ক্রীড়া সংগঠক নির্বাচিত হন । অবদান রাখতে শুরু করেন জেলার ক্রিকেট পাড়ায়। ইতিমধ্যে শরীয়তপুর টি২০তে লক্ষ্মীপুর ক্লাবকে চ্যাম্পিয়ন করার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের জন্য বয়ে আনেন বিশাল এক গৌরব গাঁথা ইতিহাস। রাজুর কথা ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু হননি, হয়েছেন সাংবাদিক।
করোনাকালীন সময় ২০১৯ সালে যুক্ত হন মিরপুরনিউজবিডি.কম নামের একটি অনলাইন পত্রিকায়। সেখান থেকে ২০২০ সালে যোগ দেন লক্ষ্মীপুর সংবাদ.কম নামের আরো একটি অনলাইন পত্রিকায়। পত্রিকাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো তার হাত দিয়ে কিন্তু মাঝখানে ব্যক্তিগত বিশেষ কোন এক কারণে সাংবাদিকতায় হটাৎ নিজেকে গুটিয়ে নেন। কিন্তু থেমে থাকেননি। হাতের লেখা চালিয়ে গেছেন। কখনো গল্প কখনো ছন্দ কখনো বা প্রতিবাদী লেখনী দিয়ে মাতিয়ে রেখেছেন নিজেকে। সবসময় সত্য প্রকাশে নির্ভীক এই কলম যোদ্ধা।
গল্প-কবিতার পাশাপাশি, খেলার লেখা, রাজনীতির কলামসহ তার লেখালেখির ক্ষেত্র অনেক বিস্তৃত। তার হাতের লেখা খুবই প্রাণবন্ত বলে সর্বমহলে গ্রহণযোগ্য। এছাড়া তিনি ২০২০ সালে ব্যাসিক জার্নালিজমে পিআইবি'র তত্ত্বাবধানে তিন মাসের একটি অনলাইন কোর্স সম্পন্ন করেছেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829