প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৫:০৪ পি.এম
লক্ষ্মীপুর প্রেসক্লাবের হেলাল সভাপতি-সম্পাদক পাবেল নির্বাচিত
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি পদে বুধবার (২০ই ডিসেম্ভর) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত প্রেসক্লাব হল রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সভাপতি পদে হোসাইন আহম্মেদ হেলাল ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ভোরের কাগজ এর মোঃকামাল হোসেন।
নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। কর্মীরাও চালিয়েছেন নিজ নিজ প্রার্থীর প্রচারণা।মোট ভোটার সংখ্যা ছিলো ৯২ জন।
ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী লড়েছিলেন।নির্বাচনের পূর্বে প্রচার সম্পাদক পদে নাজিমউদ্দিন রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ সভাপতি পদে ২য় বার ভোটযুদ্ধে নির্বাচনে জয় পেয়েছেন দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হোসাইন আহম্মেদ হেলাল।
এছাড়াও যারা গত ১৩ই ডিসেম্ভর বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন- লক্ষ্মীপুর প্রেস ক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম পাবেল, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মীর ফরহাদ সুমন ,কোষাধক্ষ্য ফিরোজ উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক শাকের মোঃরাসেল, সাহিত্য সম্পাদক আফরোজা আক্তার রাঙ্গা, ক্রীড়া সম্পাদক আরিফ খান জয়, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা , নির্বাহী সদস্য রবিউল ইসলাম ও রাকিব হোসেন , আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে হোসাইন আহম্মেদ হেলাল ও মোঃকামাল হোসেনের ভোট সংখ্যা সমান হওয়ায় আজ (২০শে ডিসেম্বর) বুধবার উক্ত পদে ফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো নির্বাচন কমিশনার বৃন্দের উপস্থিতিতে।
ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী লড়েছিলেন। এছাড়া প্রচার সম্পাদক পদে নাজিমউদ্দিন রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829