প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ৪:৪৭ পি.এম
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণে হাঁসি ফুটেছে অসচ্ছলের মুখে।
শীতে কষ্টে দিন কাটছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। প্রায় ২০০ পরিবারকে দেওয়া হয়েছে কম্বল। বৃহস্পতিবার থেকে টানা শনিবার বিকেল পর্যন্ত সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের হাতে কম্বলগুলো তুলে দেন ডিসি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।
ভাসমান জেলেদের মধ্যে ৮০ বছরের বয়সী শহরজান বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন ডিসি। এতে শহরজান বানুর মুখে হাসি ফুটে ওঠে। কম্বল বিতরণের আগে ডিসি কয়েকজন জেলের সঙ্গে তাদের জীবন- জীবিকা নিয়ে কথা বলেন। জেলেরা নৌকায় থাকেন শুনে ডাঙায় ঘর পেলে থাকবেন কি না জানতে চান ডিসি। এসময় ডাঙায় ঘর পেলে থাকবেন বলে জানান জেলেরা।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829