অদ্য ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ এর সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে।
কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, লক্ষ্মীপুর মডেল থানা, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মোঃ আল আমিন, লক্ষ্মীপুর মডেল থানা, শ্রেষ্ঠ এসআই, মোঃ নুরুল করিম চৌধুরী পিপিএম-সেবা, লক্ষ্মীপুর মডেল থানা, শ্রেষ্ঠ এএসআই হিসেবে বিবেচিত হওয়ায় তাদেরকে ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও কন্ট্রোলরুমে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উল্লেখযোগ্য সাফল্যের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআইও-১, ওসি (ডিবি), আর আই (পুলিশ লাইন্স), আরওআই, ওসি এমটি, টিআই (প্রশাসন), সকল থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।