মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লক্ষ্মীপুর জেলা জুড়ে সিত্রাং এর তান্ডবে ফায়ার সার্ভিস এর কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায়
ঘূর্ণিঝড় 'সিত্রাং' এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর জন্য
উপজেলা প্রশাসন রায়পুরের নির্দেশনা অনুযায়ী রায়পুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ ইয়াছিন হোসেন এর নেতৃত্বে রায়পুর ফায়ার স্টেশনের কর্মীগণ গত কাল সোমবার বেলা ২টা থেকে সারা রাত উপকূল অঞ্চলের মানুষদের আশ্রয়কেন্দ্রে থেকে নিয়ে আসা,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আনয়ন, ধ্বসে পড়া ভবনে রেসকিউ ,বৃক্ষঅপসারন সহ উদ্ধার কাজে নিরলসভাবে কাজ করে চলছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘুর্ণিঝড়ের সিত্রাং এর প্রভাবে উপকুলীয় অঞ্চলগুলোতে ফায়ারফাইটারগন উপড়ে পড়া গাছ কাটায় অত্যাধুনিক সরঞ্জামাদি না থাকায় কঠিন বেগ পেতে হচ্ছে।
রায়পুর উপজেলার আশ্রয়কেন্দ্রসমূহে আশ্রিত ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন (রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়) ২০০ জন (পুরুষ ৫০, মহিলা ও শিশু ১৫০), ২নং উত্তর চর বংশী ইউনিয়ন (চর ঘাসিয়া আশ্রয়কেন্দ্র এবং চর বংশী মাদ্রাসা), ১৯৫ জন (পুরুষ ৮০, মহিলা ও শিশু ১১৫ জন), ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন (চরকাছিয়া আশ্রয়কেন্দ্র),৪২৪ জন (পুরুষ ১৫৪ জন, মহিলা ও শিশু ২৭০ জন) সর্বমোট ৮১৯ জন অবস্থান করেন।