মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শকগণের সমন্বয়ে কারা পরিদর্শন বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে।
সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এ সময় কারা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০২, মোঃ মাহফুজ্জামান আশরাফ, পুলিশ সুপার, ডাঃ আহাম্মদ কবীর, সিভিল সার্জন, লক্ষ্মীপুর, গোলাম ফারুক পিংকু, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, লাবণ্য বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী, গনপূর্ত বিভাগ, মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, মেয়র, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুরসহ অন্যান্য সরকারি ও বেসরকারি কারা পরিদর্শকগণ।
কারাগারে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দকে গার্ড অব অনার প্রদান করে কারা রক্ষীরা।
কারা পরিদর্শক হয়ে আসা বিশেষ অতিথি সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন কারা বন্ধীদের সুযোগ - সুবিধা নিয়ে আলোচনা করেন।