মাহমুদুর রহমান মনজু, স্টাফ রিপোর্টার।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাত্রা শুরু করলো অ্যাপস “Lakshmipur Info” । বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অ্যাপস উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃআনোয়ার হোসাইন আকন্দ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্মীপুর জেলাকে স্মার্ট ও ডিজিটাল জেলা হিসেবে তুলে ধরার নিমিত্ত বিশ্বের যে কোন জায়গা থেকে বিনামূল্যে খুব সহজেই লক্ষ্মীপুর জেলার সকল অনলাইন ও অফলাইন জরুরী তথ্য সেবা সম্বলিত মোবাইল অ্যাপ্লিকেশন “Lakshmipur Info” এখন Google Play তে পাওয়া যাচ্ছে।
অ্যাপস লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mizanshohag.lakshmipurinfo
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ অ্যাপস উদ্বোধন করে বলেন, “Lakshmipur Info” অ্যাপটি ব্যবহার করে পাওয়া যাবে লক্ষ্মীপুর জেলার তথ্য, জেলা প্রশাসন, জেলার সকল সরকারি অফিস, স্থানীয় সরকার, পুলিশ, ফায়ার সার্ভিস, সরকারি ও বেসরকারি হাসপাতাল, এ্যাম্বুলেন্স সার্ভিস, যেকোনো গ্রুপের রক্ত দাতাদের মোবাইল নম্বর, বিনামূল্যে বিভিন্ন সরকারি কল সেন্টার, পল্লী বিদ্যুৎ, বিশেষজ্ঞ ডাক্তার, স্বেচ্ছাসেবী সংগঠন, আইনজীবী, ই-সেবা, সকল পরীক্ষার রেজাল্ট, সাংবাদিক, স্থানীয় পত্রিকা, দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির বিজ্ঞপ্তিসহ বিভিন্ন তথ্য-উপাত্ত। লক্ষ্মীপুর জেলাকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে এই অত্যাধুনিক স্মার্ট অ্যাপস উন্মোচন হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃমাহাফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির, ডেভলোপার মিজান উদ্দিন সহ অন্যান্যরা।