প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ১:১৫ পি.এম
লক্ষ্মীপুরে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ
লক্ষ্মীপুরে স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ইফতার বিতরণ করাহয়েছে।রবিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় সংগঠনের সদস্যদের সাথে নিয়ে পথচারী ও অসহায় প্রায় ৪০০ মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এর আগে দালাল বাজার এন. কে. উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।সংগঠনের পরিচালক ইব্রাহিম খান শান্তর সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দালাল বাজার এন.কে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিয়ুর রহমান,ধর্মীয় শিক্ষক শরীফুল ইসলাম,আবির হোসেন ও মাও: আব্দুল হাশেমসহ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্নময় মানব কল্যাণ সংগঠনটি মানুষের উপকার করতে স্বপ্ন দেখে। এই সংগঠনের সবাই সক্রিয়। এর আগেও এই সংগঠনটি সবসময় মানুষের পাশে ছিল।আজকে এই সংগঠনটি যেভাবে মানুষের পাশে আছে আমরা আশা করি সামনে এই সংগঠনটি আরো বৃহৎ পরিসরে মানুষের পাশে থাকার চেষ্টা করবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য পরান আহমেদ বাবু,শাহাদাৎ হোসেন মিতুল, বেল্লাল হোসেন রকি,নাজিম, মিনহাজুল ইসলাম মিরাজ সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829