প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৪, ৬:০২ পি.এম
লক্ষ্মীপুরে সয়াবিন উৎপাদনে স্বপ্ন বুনছেন চাষিরা, চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড়
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. জাকির হোসেন বলেন, সয়াবিনের উৎপাদন বাড়াতে আমরা কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার ফলন ভালো হয়েছে। বর্তমানে কেজি-প্রতি সয়াবিনের দাম ৫৫-৬০ টাকা। সে হিসাবে এ জেলায় প্রায় ৭০০ কোটি টাকার সয়াবিন উৎপাদিত হয়েছে। এখানকার উৎপাদিত সয়াবিন দিয়ে পশু ও মাছের খাদ্য তৈরি হয়। ফলে বিভিন্ন ফিড কোম্পানির কাছে সয়াবিনের ভালো চাহিদা রয়েছে।
তারা কৃষকদের কাছ থেকে সয়াবিন কিনে নিচ্ছেন। জেলার এ কৃষি কর্মকর্তা বলেন, সয়াবিনের উৎপাদন বাড়াতে কৃষকদেরকে উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাতের বীজ সারিবদ্ধভাবে বপণ করার পরামর্শ দেয়া হয়েছে। হাইব্রিডের মধ্যে বিইউ-১, বিইউ-২, বারি-৬, বীনা-৫ ও বীনা-৬ জাতের সয়াবিন রয়েছে। এগুলোতে ফলন ভালো হয় এবং সময়কালও কম থাকে। বিইউ-১ জাতের সয়াবিন রোপণের পর ফলন আসতে মাত্র ৮০ দিন সময় লাগে। যেসব সয়াবিনে সময়কাল কম, সেগুলো সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে না।
সম্পাদক ও প্রকাশক - মোঃওয়াহিদুর রহমান মুরাদ । ম্যানেজিং এডিটর - মেহেদী হাসান রাকিব। নির্বাহী সম্পাদক - তাহসিন হাওলাদার। সহ-সম্পাদক -মো.আমিনুল ইসলাম রাজু। প্রধান কার্যালয় - মনতাজ ম্যানশন(২য় তলা) দালাল বাজার । যোগাযোগ 01711122829