ঢাকামঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
  1. International
  2. অপরাধ
  3. আত্মহত্যা
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আমাদের সম্পর্কে
  7. ইসলাম
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চিকিৎসা
  11. জাতীয়
  12. ত্রাণ
  13. ত্রাণ বিতরণ
  14. দিনলিপি
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে শেখ রাসেল দিবসে কনটেন্ট তৈরি করে পুরস্কার অর্জন রায়পুর উপজেলায় তিন শিক্ষার্থীর।

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃওয়াহিদুর রহমান মুরাদ :
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ সহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় স্থাপিত ৫০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং ৩০০টি শেখ রাসেল স্কুল অব ফিউচার-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রায়পুর উপজেলায় শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হয়েছেন রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। শেখ রাসেল এর জীবন ভিত্তিক কনটেন্ট তৈরীতে লক্ষ্মীপুর জেলা ও রায়পুর উপজেলা প্রথম স্থান অর্জন করেছেন রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে রাইসুল ইসলাম রাফিম, মুমতাহিন আহমদ রিকন রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমীর শিক্ষার্থী নাদিম মাহমুদ বিজয়ী হয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!